হিন্দু-মুসলিমের একসঙ্গে ইফতারের সম্প্রিতির অনন্য নজির

মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস চলছে। আর এই রমজানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভারতের হিন্দু ও মুসলিমরা। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় হিন্দু ও মুসলিমরা একসঙ্গে ইফতার করে সাম্প্রদায়িক সম্প্রিতির ওই অনন্য নজির দেখিয়েছে।

জানা গেছে, সম্প্রতি আগ্রার হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলিমদের সাথে ইফতার করে রোজা ভেঙ্গেছে। আগ্রার দরগাহ মার্কাজ সাবরিতে এমনটাই ঘটেছে। এর মধ্য দিয়ে রমজানে হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রিতির মহান উদাহরণ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জয় সিং বলেন, গত ২০ বছর ধরে এই স্থানে আসছি আমি। আমি গত দু'বছর ধরে রমজান মাসে রোজা রাখছি।
তিনি বলেন, আমি রোজা রাখছি যাতে হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে যায়।

প্রসঙ্গত, রমজান মাসে সারাদিন উপোস থেকে দিনের শেষে খাবার গ্রহণ করা হয়। এই খাবার গ্রহণের বিষয়টিকে ইফতার বলে অভিহিত করা হয়ে থাকে।

শেয়ার করুন: