ওয়ার্নার-রোহিতকে পেছনে ফেলে শীর্ষে তামিম

ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে গেল দুই বছরে ব্যাটিং গড়ে শীর্ষে আছে টাইগার ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে বিগত দুই বছরে তামিম ২৩টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছে ১ হাজার ৩৩০ আর তার ব্যাটিং গড় ৭৩.৮৮। যা সেরা ওপেনারদের মধ্যে তামিমের ব্যাটিং গড় সবার উপরে।

তামিমের ঠিক পরের অবস্থনেই আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তিনি তামিমের চাইতে ২০টি ম্যাচ বেশী খেলেও ব্যাটিং গড়ে পিছিয়ে আছে। রোহিত শার্মা ৪৩টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছে ২ হাজার ৫০৮ আর তার ব্যাটিং গড় ৭১.৬৫।

এ তালিকার তৃতীয়স্থানে অবস্থান করছে পাকিস্থানের ওপেনার ইমাম উল হক। আর চারে আছেন তারই সতীর্থ ফখর জামান। ইমাম উল হকের ব্যাটিং গড় ৬৪.৬৪ আর ফখর জামানের ৫৬.৫২।

পঞ্চম স্থানে আছে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ৫৪.৮০ ব্যাটিং গড়ে তিনি রান করেছে ১ হাজার ৩৭০। আর ১৫ ম্যাচে ৫০.৪২ গড়ে ৭০৬ রান নিয়ে ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

শেয়ার করুন: