মাংস ফেলে দৌড়ে পালালেন ভেজাল মাংস বিক্রেতা!

রামপুরার বনশ্রীর মেরাদিয়া বাজারের মাংস ব্যবসায়ী কবির মিয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করেন। এমন খবরে তার দোকানে গিয়ে বাড়তি দামে গরুর মাংস বিক্রি করার কারণ জানতে চান একজন সাংবাদিক। কিন্তু এতেই চটে যান তিনি। ঘটনাটি ছিল বুধবারের। তবে পর দিন বৃহস্পতিবার ঘটে চমকে যাওয়ার মতো ঘটনা।

বাড়তি দামে কেন গুরুর মাংস বিক্রি করছেন— এমন প্রশ্নে বুধবার কবির মিয়া বলেছিলেন, ‘না পোষালে সিটি করপোরেশন থেকে মাংস কেনেন।’ বৃহস্পতিবার মেরাদিয়া বাজারের সেই কবির মিয়া অভিযানের খবর পেয়ে মাংস ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে তার দোকানের সব মাংস (প্রায় এক মণ) জব্দ করে বনশ্রীর তিনটি এতিমখানায় বিলি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এই অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) -১ সদস্যরা।

শেয়ার করুন: