ডাবলিনের মালাহাইডে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডকে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে দেয়া হয়েছে।
এর আগে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ১৯৬ রানের বড় ব্যবধানে হেরেছে উইন্ডিজের কাছে।
প্রথম ম্যাচে বোনাস পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে। আজকের ম্যাচটি না হওয়ার কারণে বাংলাদেশ একটু বিপাকে পড়ে গেছে। এই ম্যাচ ভেসে যাওয়ার কারণে সম্ভাব্য ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হলে মাত্র ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই দলই। এতে করে কঠিন সমীকরণের মধ্যে পড়ে যাওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে।