হঠাৎ কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নেত্রকোনা জেলা সদর ও আটপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৮ মে) রাত ১১টার দিকে নেত্রকোনা সদর ও আটপাড়া উপজেলার উপর দিয়ে হঠাৎ ঘূর্ণিঝড় বয়ে যায়।

আটপাড়া স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া, রূপচঁন্দ্রপুর, গাঘড়া, নয়াপাড়া, সুতারপুর, ভবানীপুর, মোস্তফাপুর, দরিয়াবক্স, আইমাসহ ১৪টি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

ঝড়ে ১৫/২০টি দোকানপাটসহ প্রায় শতাধিক কাঁচা, আধা-পাকা ঘর-বাড়ি বিধ্বস্ত, সহশ্রাধিক গাছ-পালা উপরে যায়, ভেঙ্গে পড়ে অসংখ্য ডালপালা, বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ের পর থেকে বৃহস্পতিবার (৯ মে) বিকাল পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

নেত্রকোনা সদরমদনপুর ইউনিয়নের মদনপুর, নরেন্দ্রনগর, মনাং, নন্দীপুর সাজিউড়া, লক্ষীপুর ।আমতলা ইউনিয়নে ,পাচঁ-কাহ্নীয়া, শিব প্রাসাদপুর, দেওপুর, দুগিয়া, আতকাপাড়া, সাপমারা, নেত্রকোনা পৌরসভার নিজাম পুর,পারলা হোসেনপুর এলাকায় প্রায় অর্ধশতাধিক কাচা, আধা-পাকা বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা।

এ ব্যাপারে জেলা প্রশাসক মঈনউল ইসলামের জানান, নেত্রকোনা সদর ও আটপাড়া উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এবং ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন: