উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রী রয়েছেন।
গত ৫ মে হাইকোর্টে একটি মামলায় হাজিরা দেয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হয়।