বরযাত্রীদের টানা তিন দিন আটকে রেখেছে কনের বাবা!

গাড়ি ভাড়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের ঝগড়ায় বরযাত্রীদের টানা তিন দিন আটকে রেখেছে কনের বাবা। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পশ্চিম মাদারিহাটে।

মাদারিহাট থানার ওসি অনির্বাণ মজুমদার বলেন, কনে পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে সবাইকে উদ্ধার করা হয়েছে।

কনের বাবা আনোয়ার হোসেন বলেন, শুক্রবার বিয়ের পর আসবাবপত্রের গাড়ি ভাড়া নিয়ে বিবাধে জড়িয়ে পড়ে ছেলেপক্ষ। এক পর্যায়ে মেয়েকে তারা মারতে যায়। ওই বাড়িতে মেয়ে দেব না। মেয়েও ওখানে আর যাবে না। নিকাহ বাবদ যে টাকাটা ছেলেপক্ষকে দেয়া হয়েছে সেই টাকা ফেরত চাইছি। টাকা হাতে না পাওয়া পর্যন্ত ছেলে পক্ষের কাউকে যেতে নিষেধ করেছেন এলাকাবাসী।

কোচবিহারের শুকটাবাড়ির নূর হোসেনের বড় ছেলে আবু বক্কর সিদ্দিকির সঙ্গে পশ্চিম মাদারিহাটের আনোয়ার হোসেনের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েতে নগদ ৬০ হাজার টাকা দাবি করে ছেলেপক্ষ। সেইসঙ্গে দুই ভরি সোনার গয়না ও আসবাবপত্রও দাবি করে।

ছেলে পক্ষের দাবিতে নগদ ৪৬ হাজার ৫০০ টাকা দেয়া হয়। বাকি ১৩ হাজার ৫০০ টাকা জোগাড় করতে না পারায় বলা হয় বিয়ের সাত দিনের মধ্যে তা দিয়ে দেয়া হবে।

এই প্রসঙ্গে বর আবু বক্কর সিদ্দিকি বলেন, আমি বিয়ে করতে এসেছি। কে কী করেছে তা আমি দেখিনি। ভুল কিছু হলেও হতে পারে। আমি সমস্যার সমাধান চাই। বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। এই ঘটনায় পশ্চিম মাদারিহাটে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন: