১৪ বছর পর ইবিতে ফুটলো নাইট কুইন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে ফুটেছে দূর্লভ নাইট কুইন ফুল। মঙ্গলবার দিবাগত রাতে নিজের সৌন্দর্য মেলে ধরে ফুলটি। দীর্ঘ ১৪ বছর পর এই গাছে তৃতীয় বারের মত ফুল ফুটল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে সাদ্দাম হোসেন হলের ৪০২ নাম্বার রুমের সামনে গাছটি লাগানো হয়েছিল। ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি (২০০৬) শেখ রিয়াজ উদ্দিন গাছটি লাগিয়ে প্রায় ৬ বছর পরিচর্যা করেন।

২০০৪ সালে প্রথমবার গাছটিতে দেখা মেলে নাইন কুইন। পরের বছর একসাথে ৩টি ফুল ফুটে দ্বিতীয় বার। এরপর একে একে কেটে যায় প্রায় ১৪ বছর। দীর্ঘ এই সময় পর আবারও মঙ্গলবার তৃতীয় বার ফুল ফুটল।

বর্তমানে ফুল গাছগুলোর পরিচর্যা করেন ইবি সাংবাদিক সমিতির সদস্যরা। নাইট কুইনকে সৌভাগ্যের প্রতীক মনে করেন অনেকেই। তাই এ ফুলটি দেখতে উৎসুক ছিলেন হলের বিভিন্ন শিক্ষার্থীরা।

গাছের রোপনকারী শেখ রিয়াজ উদ্দিন বলেন, ‘নাইট কুইন খুব দুষ্প্রাপ্য ফুল। সৌন্দর্যের প্রতীক হিসেবে গাছটি লাগিয়ে ছিলাম।পরিবেশকে সুন্দর রাখতে আমাদের সবারই এগিয়ে আসা উচিত।’

শেয়ার করুন: