বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতে আঘাত হানার পর দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও বিভিন্ন জায়গায় অন্তত পাঁচ ব্যক্তি (সরকারি তথ্যমতে) নিহত হয়েছেন। ভারতে মারা গেছে আট জন।
গত শুক্রবার প্রথমে ভারতের ওড়িশার বুকে ১৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ফণী। তছনছ করে দেয় পুরী ও ভুবনেশ্বর সংলগ্ন বিস্তীর্ণ এলাকাকে। এবার সেই ফণীর রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মে মাসেই আবার সামুদ্রিক ঝড় বয়ে আসছে ভারতের দিকে। পরিস্থিতি যা, তাতে মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা প্রবল। তা ঘণীভূত বহলেই বিপদের আশঙ্কা বাড়বে বলে মনে করছেন আবহবিদরা।
সূত্র জানায়, ফণীর পরবর্তী যে ঝড় আসছে, তার নাম হবে বায়ু। এই নামকরণ করেছে ভারত। এর আগে ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। পর্যায়ক্রমে এবার ভারতের পালা। সেইমতোই ভারতের দেওয়া নাম বায়ু চূড়ান্ত হয়েছে।
আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হলে ১৬ মে থেকে ৩ জুনের মধ্যে তা আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে। তবে কোন দিকে অভিমুখ হবে সেই ঝড়ের তা এখনও বলতে পারেনি আবহাওয়া দফতর। পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে তা বলা সম্ভব হবে।