পৃথিবীর একমাত্র দেশ, যেখানে এবার পবিত্র রমজান শুরু হয়েছে ৫ মে রোববার, অর্থাৎ বাংলাদেশের দুদিন আগে। শনিবার সন্ধ্যায় চাঁদের দেখা পাওয়ায় আফ্রিকার ভূমিবেষ্টিত মুসলিম দেশ মালিতে রোববার থেকে রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা। খবর : খালিজ টাইমসের।
তিন-চার দিন ধরে সারা দুনিয়ার মুসলিমরা সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকিয়েছিলেন পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য। আজ মঙ্গলবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ ১০টি দেশে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়।
গতকাল সোমবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের বাকি দেশগুলোতে রোজা শুরু হয়। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মুসলিমরাও আরব দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সোমবার থেকে রোজা রাখছেন।
তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে সোমবার থেকে রোজা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সেন্টারের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, মালি ছাড়া আর কোনো দেশেই রোববার থেকে রোজা রাখা হচ্ছে না।