প্রবাসের ৮ কেন্দ্রে ৯১.৯৬ শতাংশ পাস

এসএসসিতে প্রবাসের আটটি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী এবার পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।

গত বছর প্রবাসের কেন্দ্রে ৯৩ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৯০ জন। সেই হিসেবে এবার প্রবাসের কেন্দ্রে পাসের হারের পাশাপাশি পূর্ণ জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি রবিবার এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এবার এসএসসিতে প্রবাসের আটটি কেন্দ্রে ৪২৩ জন অংশ নেয়। এদের মধ্যে ৩৮৯ জন পাস করেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

শেয়ার করুন: