ঢাকা অঞ্চলে ফণী, নতুন করে যা বলল আবহাওয়া অধিদপ্তর

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে এখন অবস্থান করছে বাংলাদেশে। তবে ফণীর অগ্রভাগ এলেও মূল অংশ এখনো বাংলাদেশে প্রবেশ করেনি। সকালের মধ্যে আসার পূর্বাভাস থাকলেও আসতে দুপুর অথবা বিকেল হয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে ঝড়টি। ফণীর কেন্দ্রের গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটারেরর বেশি নয়। কখনো তা ৭০ র নিচে নেমে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ শনিবার (৪ মে) সকালে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়টি ফরিদপুর ও ঢাকা অঞ্চলে অবস্থান করছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আসছে। ফলে ফণী নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ফণী সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় আঘাত হেনেছে। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতি নিয়ে দিক পরিবর্তন করে খুলনা-সাতক্ষীরা অঞ্চল হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।

ফণীর প্রভাবে সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন: