ফণীর আতঙ্কে ফাঁকা সদরঘাট

ঘূর্ণিঝড় ফণীর সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে এখন অবস্থান করছে বাংলাদেশে। তবে ফণীর অগ্রভাগ এলেও মূল অংশ এখনো বাংলাদেশে প্রবেশ করেনি। সকালের মধ্যে আসার পূর্বাভাস থাকলেও আসতে দুপুর অথবা বিকেল হয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে ঝড়টি। ফণীর কেন্দ্রের গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটারেরর বেশি নয়। কখনো তা ৭০-এর নিচে নেমে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ শনিবার (৪ মে) সকালে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়টি ফরিদপুর ও ঢাকা অঞ্চলে অবস্থান করছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আসছে। ফলে ফণী নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’

এদিকে, শনিবার (৪ মে) ঢাকার সদরঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। প্লাটফর্ম ঘেঁষে দাঁড়িয়ে নেই কোনো লঞ্চ ও স্টিমার। এমনকি নৌকার দেখাও মিলছে না।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশ মেনে সদরঘাট থেকে কোনো ধরনের নৌযান ছাড়েনি। দেশের অন্য কোনো স্থান থেকেও কোনো নৌযান সদরঘাটে আসেনি।

শেয়ার করুন: