আজ বাংলাদেশে আঘাত হানবে ভয়াবহ ‘ফণী’

ঘূর্ণিঝড় ফণীর আঘাত ইতিমধ্যে শুরু হয়েছে। ভারতের পুরীতে ভূমিধসের ঘটনার তিন জন নিহত হবার খবর পাওয়া গেছে। এদিকে শুক্রবার (৩ মে) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিসহ ঝড়ো বৃষ্টি হচ্ছে।

এ দিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সন্ধ্যা নাগাদ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাবে। ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানবে। বর্তমানে এটি মংলা্ থেকে ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

বৃহস্পতিবার (২ মে) ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, বেলা ১২টা পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ফণী। তারপর পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে যাবে শক্তিশালী ঝড়টি।

শেয়ার করুন: