ফণীর প্রভাব, রাজধানীতে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে প্রবল গতিতে এগিয়ে চলেছে। ঘূর্ণিঝড় ফণীর অগ্রগতি অংশের প্রভাবে রাজধানীসহ বিভিন্নস্থানে শুরু হয়েছে বৃষ্টি।

শুক্রবার (৩ মে) সকাল ১০টায় শুরু হয় বৃষ্টি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় সন্ধ্যায় নয় মধ্যরাতে ফণি আঘাত হানবে।

ভারতের ওরিশা রাজ্যে বাংলাদেশ সময় শুক্রবার সকাল নয়টার দিকে ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ফণী। তবে আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। আজ-কাল দুদিন ধরে দেশজুড়ে থাকবে ফণী’র প্রভাব থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেন, ফণী ওড়িশা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। তবে আজ বিকেলের পর তা বাংলাদেশে প্রবেশ করতে থাকবে। বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যায়। সন্ধ্যার পর থেকে সারারাত ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলের দিক থেকে ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে।

শেয়ার করুন: