কাবাঘর

কাবা শরিফে নামাজ পড়তে পারবেন আরও ২ লাখ ৮০ হাজার মুসল্লি!

কাবা শরিফে নামাজ পড়তে পারবেন আরও ২ লাখ ৮০ হাজার মুসল্লি
রমজানকে সামনে রেখে কাবা শরিফের তৃতীয় সম্প্রসারণ প্রকল্প শেষ হয়েছে। বাইতুল্লাহর বর্ধিত এ অংশে একসঙ্গে ২ লাখ ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

সাধারণত রমজানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহুসংখ্যক মুসল্লি ওমরা পালন করতে সৌদি যান। এ সময় আগত মুসল্লিদের চাপ সামলাতে সম্প্রসারণ প্রকল্প হাতে নেয় সৌদি কর্তৃপক্ষ। রমজানের আগেই তৃতীয় সম্প্রসারণ প্রকল্পটি সম্পন্ন হয়েছে। নতুন এ অংশে ২ লাখ ৮০ হাজার মুসল্লির সংকুলান হবে।

মাসজিদুল হারামের ভেতরে ও বাইরে নামাজের স্থান মিলে বর্তমান কাঠামো প্রায় ৮৮.২ একর। এখানে একসঙ্গে ১০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। হজের সময় প্রায় ৪০ লাখ মুসল্লি সমবেত হয় কাবায়।

আসন্ন রমজানকে সামনে রেখে মুসল্লিদের সুবিধার্থে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে হারামাইন কর্তৃপক্ষ। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে মক্কা-মদিনায় চলাচলরত ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। পরিবর্তন আনা হয়েছে শিডিউলেও।

সূত্র: জিয়ো নিউজ

শেয়ার করুন: