মাশরাফির হাসপাতাল পরিদর্শনে অনুপস্থিত ৪ চিকিৎসককে ওএসডি

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনের সময় অনুপস্থিত হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সাত কর্মদিবসের মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

ওএসডি হওয়া চিকিৎসকার হলেন- নড়াইল সদর হাসপাতালের সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শওকত আলী ও ডা. মো. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ছেন।

ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে চারজন অনুপস্থিত ছিলেন। হাজিরা খাতাতেও তাদের স্বাক্ষর ছিল না।

শেয়ার করুন: