আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে, রোববার সকালে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যোগ দেন তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করে আওয়ামী লীগ।