ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বর্তমান নির্বাচন কমিশনের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি প্রশ্ন রেখেছেন। শনিবার (১৭ নভেম্বর) ড. আসিফ তার নিজের ফেসবুক পেইজে এ প্রশ্ন রাখেন। তার প্রশ্নটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-
নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন-১ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বিশেষ করে তাঁদের বর্তমান ও অতীত রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশন, কি ব্যবস্থা নিচ্ছেন?