‘রাজনীতিতে ‘ইউ টার্ন’ হলো আসল বিষয়। সময় মতো টার্ন নিতে না পারায় হিটলার ও নেপোলিয়নকে যুদ্ধ হারতে হয়েছিল।’ সম্প্রতি এমনই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের ইউ টার্ন নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানেই এমন মন্তব্য করে বসেন ইমরান।
শুধু তাই নয়, নিজেকে নাৎসি নেতা হিটলারের থেকেও স্মার্ট বলে আবারও বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ সূত্রে এ তথ্য জানা যায়।
এই মন্তব্যের পরই দেশজোড়া সমালোচনা আর বিদ্রুপের মুখোমুখি হয়েছেন ইমরান। পাকিস্তানের একটি সংবাদপত্রের প্রাবন্ধিক নাদিম ফারুক লিখেছেন, ‘একদম ঠিক আছে। আমার মনে হচ্ছে এই বক্তব্য নিয়েও এবার ‘ইউ টার্ন’ নেবেন ইমরান খান। এটাই ওর স্বভাবসিদ্ধ ক্লাসিক স্টাইল।’
নীতির প্রশ্নে বিভিন্ন জায়গায় আপোস করার জন্য বেশ কিছু দিন ধরেই ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। যে সব প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন, আর ক্ষমতায় আসার পর তিনি যা করছেন, তাঁর মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি বলে মনে করছে দেশটির গণ মাধ্যমগুলো।