বিএনপি

একনজরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আগামী রবিবার (১৮ নভেম্বর) থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে। বিভাগ অনুযায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে দলটি।

শুক্রবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় দিকে এক সংবাদ সম্মেলন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। সময়সূচি অনুযায়ী, প্রথমদিন আগামী রবিবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা (১-১:৩০টা) পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা (২:৩০টা) থেকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। এরপর দিন সোমবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা (১:৩০টা) পর্যন্ত বরিশাল বিভাগ এবং দুপুর আড়াইটা (২:৩০টা) থেকে খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা (১:৩০টা) চট্টগ্রাম বিভাগ এবং দুপুর আড়াইটা (২:৩০টা) থেকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা (১:৩০টা) পর্যন্ত ময়মনসিংহ বিভাগ এবং দুপুর আড়াইটা (২:৩০টা) থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

শেয়ার করুন: