ভারতের ক্রিকেট বোর্ড নিয়ে বোমা ফাটালেন ডোয়াইন ব্রাভো!

মাত্রই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফর শেষ করল। দীর্ঘ এ সফর শেষে তারা এখন বাংলাদেশে অবস্থান করছে। এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ড নিয়ে বোমা ফাটালেন গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ডোয়াইন ব্রাভো।

এই অলরাউন্ডারের দাবি ২০১৪ সালে ভারতে ওয়ানডে সিরিজ খেলতে অস্বীকৃতি জানানো ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের অর্থ দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ব্রাভো জানান, ওই সময় তাঁদের বোর্ড খেলোয়াড়দের সমস্যা না বুঝলেও ভারতীয় ক্রিকেট বোর্ড সে সমস্যা বুঝতে পেরেছিল, তাই রাত ৩ টায় শ্রীনিবাসন ব্রাভোকে মেসেজ পাঠিয়েছিলেন অন্যদের রাজি করাতে।

বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতার কারণে ওয়ানডে সিরিজের মাঝপথেই সিরিজের বাকি অংশ না খেলার প্রসঙ্গ চলে এসেছিল। এমন অবস্থায় রাত তিনটায় বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ব্রাভোকে মেসেজ পাঠিয়েছিলেন । ব্রাভো জানান, এমন সহানুভূতিই ওই সময়ে ক্রিকেটারদের খেলায় মনোযোগ দিতে সাহায্য করেছিল।

শেয়ার করুন: