সাকিবের নির্বাচন না করা নিয়ে যা বললেন পাপন

সম্প্রতি সময়ের সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। যদিও পরবর্তীতে সাকিব জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

জানা যায়, প্রধানমন্ত্রীর পরামর্শেই এই সিদ্ধান্ত নেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার। সাকিবের নির্বাচন ইস্যুতে এতদিন মুখ খোলেননি পাপন। এমনকি মুখ খোলেননি ক্রিকেট অঙ্গনের কেউই। অবশ্য সেই ‘চুপ’ থাকার ধারাবাহিকতা ভেঙেছে। বোর্ড সভাপতিও জানিয়েছেন, খেলার জন্যই নির্বাচন করছেন না সাকিব।

বিসিবি প্রধান বলেন, ‘সাকিবও নির্বাচনে আগ্রহী ছিল। আমরা মনে করি আরও ৪-৫ বছর সে জাতীয় দলে খেলতে পারবে। তাই তাকে এবার নির্বাচন করতে না করা হয়েছে। অপরদিকে মাশরাফি হয়ত বিশ্বকাপের পরই অবসরে যাবে, ফলে রাজনীতির মাঠে সে বেশি সময় দিতে পারবে।’

শেয়ার করুন: