প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে অনাপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তি জানায় ইসি। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনাপত্তির কথা জানানো হয়।
জানা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭তম, ১০৮তম এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ৬ ডিসেম্বর। আর এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানের কথা নির্বাচন কমিশনকে অবহিত করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ফিরতি পত্রে ইসি প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তির কথা জানায়।
এদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অংশ নেয়া একটি অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে ইসি। ঐতিহ্য অন্বেষণ (প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র) সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা অর্থমন্ত্রীর। ভারতীয় হাইকমিশনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটির মাধ্যমে আগামী শনিবার ঢাকায় ‘ভাই গিরিশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ নামক প্রকল্পের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় সেটির বিষয়ে অনাপত্তি জানিয়েছে কমিশন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে আপত্তি জানিয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি দেয়া হয়। প্রসঙ্গত, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচন পূর্ব সময়ে কোন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোন প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।