নয়াপল্টনের সড়কগুলো দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নয়াপল্টন এলাকা পুলিশ দখল করে নিয়েছে। দুপুর একটার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে নয়াপল্টন এলাকায় তাণ্ডব চালায় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের তাণ্ডবে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
জানা গেছে, নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আজ বুধবার সকালে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বেচা-কেনা শুরু হয়। মনোনয়ন পত্র বেচা-কেনা উপলক্ষে কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপির হাজারো নেতাকর্মী। নেতাকর্মীদের ভিড়ে এক সময় রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ সময় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা এক পর্যায়ে গাড়ি ভাঙচুর শুরু করে এবং পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশও বিএনপি কর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ের তিনটি গেট ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নয়াপল্টন কার্যালয়ের সামনে এখনো সংঘর্ষ চলছে।