বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে গণভবনে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার দলটির ধানমন্ডির কার্যালয়ের বদলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার বেলা ১১টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডিতে আসতে না পারায় শেষ মুহূর্তে সাক্ষাৎকার গণভবনে সরিয়ে নেওয়া হয়। গত ৯ নভেম্বর থেকে শুরু হয়ে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শেষ হয় গত ১২ নভেম্বর। এবার আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন ৪ হাজার ২৩ জন।

শেয়ার করুন: