ফখরুল
ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগী

ঐক্যফ্রন্টের বৈঠক শেষে যা বললেন ফখরুল

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়। নির্বাচন একমাস পেছানোর দাবি নিয়ে বুধবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মঙ্গলবার (১৩ নভেম্বর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ও ডা. জাফরুল্লাহসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জানান, ড. কামালের নেতৃত্বে কাল ইসিতে যাবেন তারা। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়।

এসময় ফখরুল বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আলাপ আলোচনা করে তফশিল ঘোষণার করা, কিন্তু সে অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়নি। আমরা এতে অত্যন্ত হতাশ হয়েছি। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আমরা যে এক মাস পিছিয়ে তফসিল ঘোষণা দিতে বলেছি, এটা অত্যন্ত জরুরি।'

শেয়ার করুন: