বিএনপির মনোনয়নপত্র কিনলেন স্থায়ী সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গয়েশ্বর রায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পুত্রবধু নিপুন রায়। মঙ্গলবার (১৩ নভেম্বর) ১২ টার দিকে তারা বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা -৩ আসনের ও শামসুজ্জামান দুদু মেহেরপুর সদর আসনের মনোনয়নপত্র কিনেন। এ সময় নিপুন রায় বলেন, দল গয়েশ্বর রায়কে মনোনয়ন দিলে দলকে আসনটি উপহার দেবো। সবসময় আমরা জনগণের বিপদে আপদে পাশে থেকেছি। জনগণ আমাদেরই ভোট দিবে।
ঢাকা ১৪ ও ১৬ আসনের মনোনয়নপত্র কিনলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার আমিনুল হক। মঙ্গলবার (১২ নভেম্বর) পৌনে ১২টার দিকে বিএনপির অফিস থেকে মনোনয়নপত্র কেনেন। এসময় তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অান্দোলন চলবে। এর অংশ হিসেবেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবে।
এর আগে, নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ আর উৎসবের আমেজে ২য় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।