বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেয়াই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। গতকাল শনিবার দলের সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাসুদ উদ্দিন চৌধুরী।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের ভায়রা ভাই। তিনি ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা এক-এগারোর পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এদিকে, ফেনী-৩ আসন থেকে মোট ১৪ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।