ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচনের শিডিউল পেছালে আ’লীগের আপত্তি নেই

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন শিডিউল পেছানের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের শিডিউল পেছাবে কি, পেছাবে না-এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন পেছানোর এখতিয়ার সরকারের
নেই।

যদি নির্বাচন কমিশন শিডিউল পেছায় তবে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এক্ষেত্রে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ইসি এই সিদ্ধান্ত নেয়। রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। নির্বাচনে যে তারিখ ঘোষণা করা হয়েছে, তা যৌক্তিক। আমরা তা স্বাগত জানিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচনে বহু দল অংশ নেবে। বিএনপি কিংবা তাদের জোটের বাইরেও আমরা আছি, ১৪ দল আছে, বিরোধী দল আছে, তাদের মতামতও ইসিকে বিবেচনায় নিতে হবে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: