নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বিএনপি। গতকাল শনিবার বিএনপির তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির নেতারা। বৈঠক সূত্রে জানা গেছে, তিনটি বৈঠকেই বিএনপি নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে তারা নির্বাচনে যাবে। তবে নির্বাচনে যাওয়ার আগে বিএনপি ৪টি শর্ত দিয়েছেঃ
১। নির্বাচনের তফসিল পেছানোর দাবি করেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আজ এর ওপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবেন। সেখানে তাঁরা একমাস তফসিল পেছানোর আবেদন করবেন। তবে জানা গেছে, এক মাস না হলেও দুই সপ্তাহ তফসিল পেছানো হলেও খুশি হবে বিএনপি নেতৃবৃন্দ।
২। বিএনপি সরকারের বিরুদ্ধে সবসময় তাদের তাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলার অভিযোগ করে। এই মামলা-হামলার বিষয়ে নির্বাচন কমিশন যেন একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয় সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবে তারা। ৩। বিএনপির যাঁদের বিরুদ্ধে মামলা আছে বা যাঁরা দণ্ডিত হয়েছেন তাঁদেরকে মনোনয়নপত্র জমা দিতে এবং প্রার্থী হতে বাধা দেওয়া যাবে না।
৪। বিএনপিকে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন আজ বিকেলে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।