একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না সেই সিদ্ধান্ত আগামী দুদিনের মধ্যে জানাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ শনিবার রাতে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের নেতাদের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই অনুষ্ঠিত হয় ২০ দলীয় জোটের বৈঠক। ২০ দলীয় জোটের বৈঠকে উপস্থিত ছিলেন, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহীম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।