ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার হাজার কোটি টাকার উন্নয়ন করলেও মানুষের মন জয় করতে পারেনি। মানুষের মনে শান্তি আনতে পারেনি। এ কারণে নিরপেক্ষ নির্বাচন দিতে তাদের এতো ভয়।
শুক্রবার বিকেলে খুলনায় ইসলামী আন্দোলনের আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। খুলনা মহানগর ও জেলা শাখা এই জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক। তিনি দুনিয়াতে শান্তি ও আখেরাতের মুক্তির লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে হাত পাখা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
জনসভায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও এদেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হয়, এটা দুঃখজনক। এটা ভাবতেও আমাদের লজ্জা হয়। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি ঘণ্টা পর ঘণ্টা উন্নয়নের কথা বলেন। যদি উন্নয়ন করে থাকেন তাহলে সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন দিতে আপনি ভয় পাচ্ছেন কেন। স্বাধীনতার ৪৭ বছর পরও সাধারণ মানুষ তাদের খেয়াল খুশি মত ভোট দিতে পারছে না।
জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, অনেক রাজনৈতিক দল তাদের প্রার্থী নিয়ে নানা সমস্যায় রয়েছে। কিন্ত বাংলাদেশের মধ্যে প্রথম ইসলামী আন্দোলন ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। এসময় তিনি খুলনার ছয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে হাত পাখা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান।