একই আসনের মনোনয়ন পত্র কিনলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে তাঁরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এই আসনের জন্যেই তাঁরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন তার ভাই মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল এবং রাজনৈতিক সচিব মাসুদ আহমেদ জামান। অপরদিকে, সাজেদুল হোসেন চৌধুরী দিপুর পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হোসেন।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।