বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারারুদ্ধ বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে দেশে কোন নির্বাচন হবে না। কোন তফসিল গ্রহণযোগ্য হবে না।’ শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। পথ আটকে দিয়েছে। বাস থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু আমরা সব বাধা পেছনে পেলে গণতন্ত্রের জন্য এগিয়ে এসেছি। বেগম জিয়ার জন্য এসেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা বলার অধিকার, ভোটাধিকার, সংগঠন করার অধিকার নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমাদের নেত্রীকে স্বৈরাচারী সরকার কারাগারে বন্দি করে রেখেছেন। চরম অসুস্থ তারপরও হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নিয়ে গেছে। জেলের ভেতর বিচার করছে। যা ব্রিটিশ আমলেও হয়নি।’
এই সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘কারাগারের অন্ধকারে বেগম জিয়াকে তিলেতিলে হত্যা করছে এই সরকার।’ বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের আটকে দিতে চায়। কিন্তু দেশের মানুষ জানিয়ে দিয়েছে, তারা মুক্তভাবে বাঁচতে চায়।’ এদিকে, অসুস্থতার কারণে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন জনসভায় উপস্থিত থাকতে পারেন নি। তবে তিনি ঢাকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন।