বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, দায়িত্বে আছেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, এবার তাদের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। সকাল ১০টা থেকেই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

গতকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রির জন্য ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। গোলাপ বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য আট বিভাগের আলাদা আলাদা বুথ করার চিন্তা ভাবনা আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মনোনয়ন বিক্রির বুথগুলো মনিটরিং করবে বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। তাদের সাথে কয়েক জন সদস্য থাকবে। সিডিউল ঘোষণার পর মনোনয়ন বিক্রির শেষ তারিখ ঘোষণা করা হবে।’

আট বুথে দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ ঢাকা বিভাগের দায়িত্ব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। সিলেট বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। রংপুর বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং বিএম মোজাম্মেল হক। চট্টগ্রাম বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

খুলনা বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন। বরিশাল বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম। রাজশাহী বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ময়মনসিংহ বিভাগের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

শেয়ার করুন: