প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শুরু। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং শিরিন শারমিন চৌধুরির পক্ষে মনোনয়ন পত্র কিনেছেন আ স ম ফিরোজ।
শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। এর আগে দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আট বিভাগের প্রার্থীদের জন্যে আটটি বুথ খোলা হয়েছে যা থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।