ফখরুল
ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগী

দ্বিতীয় দফা সংলাপ শেষে সংবাদ সম্মেলনে যা বললেন ফখরুল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংলাপ যদি সফল না হয়, কোনো সমাধান না আসে তাহলে সেই দায় সরকারের বলে জানিয়েছেন।’ প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় সংলাপের প্রতিক্রিয়ায় বুধবার (৭ নভেম্বর) বিকেলে বেইলি রোডের ড. কামালা হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা কিন্তু আন্দোলনের মধ্যেই আছি। সংলাপকেও আমরা আন্দোলনের অংশ হিসেবে দেখছি। আমরা আমাদের সাত দফা দাবি নিয়ে গিয়েছিলাম। সরকার যদি আমাদের দাবি না মানে, আগামীকাল তফসিল ঘোষণা করে- তাহলে আমরা আগেই আমাদের কর্মসূচি ঘোষণা করে রেখেছি। আমরা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করব।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। আমরা সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল, আলোচনার সুযোগ আছে। এখন সরকার যদি না চায় বা সংলাপ সমাধানের দিকে না যায় সেই দায় সরকারের। আমরা জনগণের দাবি নিয়ে গিয়েছিলাম। সংলাপ যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে চেষ্টা করব। এসময় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেন, সাত দফা দাবি নিয়ে স্বল্প পরিসরে আলোচনা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'সাত দফার মধ্যে আমাদের প্রথম দফাটাই তো ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগ। এবং একই সাথে দ্বিতীয় দফায় ছিল নির্বাচন কমিশনের পুনর্গঠন। এ বিষয়ে বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমরা প্রস্তাব করেছি যে, আমরা আরো আলোচনা চালিয়ে যেতে চাই।'

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, 'খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে। সেই আলোচনায় আমরা জোর দিয়ে বলেছি যে, তিনি তো আইনগতভাবেই মুক্তি পাওয়ার যোগ্য, জামিন পাওয়ার যোগ্য।' আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী অভিমুখে লংমার্চ করা হবে এবং কাল যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

শেয়ার করুন: