ড. কামাল

ড. কামালকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ৭২’র সংবিধানে কী ছিল?

গণভবনে চলছে জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সংলাপ। প্রধানমন্ত্রীকে রেখেই শর্তসাপেক্ষে নির্বাচনে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছে ঐক্যফ্রন্ট। তবে এ ব্যাপারে তিনটি শর্ত দিয়েছে তারা যার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে।

ঐক্যফ্রন্টের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কাছে জানতে চান, ‘৭২’র সংবিধানে কি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার বিধান আছে? সে সংবিধানের প্রণেতা তো আপনিই ছিলেন। ৭২’র সংবিধানে যদি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার বিধান না থাকে তাহলে এখন কীভাবে তা সম্ভব?’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন সংবিধানের ১২৩ (ক) ধারার প্রয়োগ শুরু হয়ে গেছে। এখন সংসদ ভেঙে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? সংসদ ভাঙতে পারে কেবল দুটি কারণে।

প্রথমত, মেয়াদ অবসানের কারণে আর যদি সংসদে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। এখন তো বর্তমান সংসদের কার্যক্রমই শেষ। আপনি তো সংবিধান বিশেষজ্ঞ। আপনিই বলুন এখন সংবিধান ভাঙা যাবে কীভাবে?’ গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সংলাপ শুরু হয়েছে বেলা সোয়া ১১ টায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ১২ টার দিকেও সংলাপ চলছিল।

শেয়ার করুন: