নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা গায়েবি মামলা ও এসব মামলার আসামিদের সংখ্যার তালিকা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছে বিএনপি। বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এই তালিকা দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আইনজীবী অ্যাড. জিয়াউদ্দিন মোল্লা, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শরিফুল ইসলাম লিটন, মির্জা ফখরুলের দেয়া তালিকা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদের এ সংক্রান্ত তালিকা তুলে দেন।
তাইফুল ইসলাম টিপু এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে এই তালিকা চেয়েছিল। আমরা সেটা আজ জমা দিয়েছি। তিনি আরও বলেন, এই তালিকাটা হচ্ছে আংশিক তালিকা। এর মধ্যে পয়েলা সেপ্টেম্বর থেকে গতকাল মঙ্গলবার (৬ নভেম্বর) পর্যন্ত মামলার সংখ্যা হয়েছে এক হাজার ৪৬। আসামি আছেন ৯৬ হাজার ৭৪৮। এর মধ্যে ১০ হাজার ২৯৮ জন এখনও গ্রেফতার আছেন।