আওয়ামী লীগের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সংলাপে বাংলাদেশ সমাজতন্ত্রিক দলের (বাসদ) অন্যতম নেতা কমরেড খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে বলেছেন, `আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনাকে হেফাজতের পাশে মানায় না।’
আজ মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত বাম জোটের সংলাপে বাসদের আহ্বায়ক কমরেড খলিকুজ্জামান প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। এই জন্য অশেষ ধন্যবাদ। কিন্তু যখন আপনাকে আমরা হেফাজতের সঙ্গে আপস করতে দেখি।
কোনো রকম গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়। যখন আপনাকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আপস করতে দেখি। তখন আমরাই কুন্ঠিত হয়ে যাই। আপনি বঙ্গবন্ধুর কন্যা হেফাজতের সঙ্গে মানায় না।’
তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ অতীতে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠনকে আমরা হেফাজতের সঙ্গে সমঝোতায় দেখতে চাই না। আপনি কি ভুলে গেছেন যে হেফাজত কি চায়।
আপনি বিজ্ঞ ও বিবেকবান একজন মানুষ। আমরা একটা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। আরেকটি যুদ্ধাপরাধীদের উত্থান চাই না। ’ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, রাত সাড়ে নয়টা বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ চলছিল।