জাতীয় পার্টি
জাতীয় পার্টি

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে জাতীয় পার্টি

জাতীয় পার্টির পক্ষ থেকে এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার না করাই ভালো হবে বলে সংলাপে প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (৫ নভেম্বর) রাতে গণভবনের সংলাপ শেষে এক ব্রিফিং এ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এ পরামর্শের কথা জানান। তিনি বলেন, ইভিএম নিয়ে মানুষের মাঝে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এটি একটি আধুনিক পদ্ধতি হলেও ভোটাররা এখনও ইভিএম ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেনি। তাই এবার ইভিএম ব্যবহার না করাই ভালো হবে।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপে বসেন সম্মিলিত জাতীয় জোটের নেতারা। এদিনের সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সহযোগিতা করায় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন: