নির্বাচন

আওয়ামী লীগ ১৭৩, বিএনপি-৮৩: জরিপের পূর্বাভাস

সর্বশেষ জরিপে একক ভাবে ১৭৩টি আসন এবং মহাজোটগত ভাবে ২০২ আসনে জয়ের পূর্বাভাস পাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির নিজস্ব টিমের উদ্যোগে পরিচালিত সর্বশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে বিএনপির ৮৩ টি আসন জয় লাভের সম্ভাবনার পূর্বাভাস পাওয়া গেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো ১৫ টি আসনে ভালো অবস্থানে আছে বলে জরিপে পূর্বাভাস করেছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, মনোনয়ন ঘোষণার আগে এটাই আওয়ামী লীগের উদ্যোগে পরিচালিত শেষ জরিপ। নির্বাচনে আগে, সবগুলো নির্বাচনী এলাকায় আরেক দফা জরিপ হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

সর্বশেষ জরিপে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তির পূর্বাভাস দেওয়া হলেও অন্তত ৯২ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া আরও ৫৭ টি আসনে কোন্দল বন্ধ না করলে বিপদের আশঙ্কার কথা বলা হয়েছে। সে হিসেবে আওয়ামী লীগের সংশয় মুক্ত নিশ্চিত আসন নিশ্চিত আসন মাত্র ৫৩ টি। অন্যদিকে, বিএনপির এরকম আসন ১৯ টি।

জরিপে যে ৫৩ট আসনে আওয়ামী লীগ জিতবেই, সেগুলো হলো: ১. পঞ্চগড়-২, ২. দিনাজপুর-১, ৩. দিনাজপুর-২, দিনাজপুর-৪, ৫. দিনাজপুর-৫, ৬. নীলফামারী-২, ৭. রংপুর-৬, ৮. গাইবান্ধা-২, ৯. গাইবান্ধা-৫, ১০. নাটোর-৩, ১১. সিরাজগঞ্জ-১, ১২. সিরাজগঞ্জ-২, ১৩. মাগুরা-২, ১৪. নড়াইল-১, ১৫. নড়াইল-২, ১৬. বাগেরহাট-১, ১৭. বাগের হাট-২, ১৮. বাগের হাট-৩, ১৯. পটুয়াখালী-২, ২০. পটুয়াখালী-৩, ২১. ভোলা-১, ২২. ভোলা-৪, ২৩. জামালপুর-১, ২৪. জামালপুর-৩, ২৫. ময়মনসিংহ-১, ২৬. ময়মনসিংহ-১০, ২৭. নেত্রকোনা-১, ২৮. নেত্রকোনা-৫, ২৯. কিশোরগঞ্জ-১, ৩০. কিশোরগঞ্জ-৪, ৩১. কিশোরগঞ্জ-৬, ৩২. মানিকগঞ্জ-২, ৩৩. ঢাকা-৩, ৩৪. ঢাকা -৭, ৩৫. ঢাকা-১, ৩৬. ঢাকা-১২, ৩৭. গাজীপুর-১, ৩৮. গাজীপুর-২, ৩৯. গাজীপুর-৩, ৪০. গাজীপুর-৪, ৪১. নারায়ণগঞ্জ-৪, ৪২. রাজবাড়ী-১, ৪৩. রাজবাড়ী-২, ৪৪. গোপালগঞ্জ-১, ৪৫. গোপালগঞ্জ-২, ৪৬. গোপালগঞ্জ-৩, ৪৭. মাদারীপুর-১, ৪৮. শরীয়তপুর-৩, ৪৯. ফেনী-২, ৫০. চট্টগ্রাম-৭, ৫১. কক্সবাজার-৪, ৫২. পার্বত্য রাঙ্গামাটি, ৫৩. পার্বত্য বান্দরবন।

কোন্দলে জর্জরিত যে ৫৭ টি আসন সম্পর্কে সতর্ক সংকেত দেওয়া হয়েছে, সেগুলো হলো: ১. পঞ্চগড়-১, ২.ঠাকুরগাঁও-১,৩.লালমনিরহাট-১,৪. জয়পুরহাট-১, ৫.বগুড়া-১,৬.চাঁপাইনবাবগঞ্জ-১,৭.চাঁপাইনবাবগঞ্জ-৩,৮.রাজশাহী-১, ৯.নাটোর-৪,১০. পাবনা- ১, ১১.পাবনা -৪,১২.কুষ্টিয়া -২, ১৩.কুষ্টিয়া-৩, ১৪. ঝিনাইদহ-১,১৫.যশোর-৩,১৬. যশোর-৬, ১৭. খুলনা -১, ১৮.খুলনা-৪, ১৯. সাতক্ষীরা-৩, ২০.বরগুনা -১,২১.পটুয়াখালী -৩, ২২.বরিশাল-৪, ২৩.ঝালকাঠি-১, ২৪. পিরোজপুর-১, ২৫. টাংগাইল-৩, ২৬. জামালপুর-৫, ২৭.শেরপুর-২, ২৮.ময়মনসিংহ-৫, ২৯. নেত্রকোনা-৫, ৩০.কিশোরগঞ্জ-২, ৩১.মানিকগঞ্জ-১, ৩২.মানিকগঞ্জ-৩, ৩৩.মুন্সীগঞ্জ-২, ৩৪.ঢাকা-১, ৩৫.ঢাকা-৪, ৩৬.ঢাকা-১৩, ৩৭.ঢাকা-১৪, ৩৮.ঢাকা-১৭, ৩৯.ঢাকা-১৯, ৪০.নরসিংদী-৫, ৪১.নারায়ণগঞ্জ-১, ৪২.মাদারীপুর-৩, ৪৩.শরীয়তপুর-২, ৪৫.সুনামগঞ্জ-২, ৪৬.সিলেট-১,৪৭.কুমিল্লা-৪, ৪৮.কুমিল্লা-৭, ৪৯.চাঁদপুর-৩,৫০.ফেনী-১, ৫১.লক্ষ্মীপুর-৪, ৫২. চট্টগ্রাম-১১, ৫৩.চট্টগ্রাম-১৫, ৫৪.কক্সবাজার-১,৫৫.কক্সবাজার -২, ৫৬. কক্সবাজার-৩, ৫৭. পার্বত্য খাগড়াছড়ি। মনোনয়ন প্রদানের ক্ষেত্রে সর্বশেষ জরিপটি মনোনয়ন বোর্ডের সামনে থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন: