বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বন্ধু পরিচয় দিয়ে নান্দাইলে এক মনোনয়ন প্রত্যাশীর নামে পোস্টার সাঁটানো হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। রঙিন ছবি সংবলিত এই পোস্টারে লেখা রয়েছে তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। নান্দাইলের উন্নয়নে তারেক রহমানের বন্ধু তথ্যপ্রযুক্তি বৈজ্ঞানিক ইয়াসের খান চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চাই। প্রচারে নান্দাইল উপজেলা, পৌর যুবদল ও ছাত্রদল।
রোববার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এমন পোস্টার স্থানীয় নেতা-কর্মীদের নজরে এলে দলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে বিএনপি এই নেতা তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান বলেন, তারেক রহমানের বন্ধু পরিচয়ে সাঁটানো পোস্টারটি তার নয়। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। পোস্টার করে নেতাকে অসম্মান করার মতো মানুষ আমি নই।