সফলতম একটি বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সফলতা পাইনি ক্রিকেটের পরাশক্তি হিসেবে খ্যাত অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা। ২০১৮ সালে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ও পাকিস্তানের মত দলকে পেছনে ফেলে সফলতার তালিকায় ৪ নম্বরে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশ দল এখন পর্যন্ত ১৭ টি ওয়ানডে খেলেছে। এতে হেরেছে মাত্র ছয়টি ম্যাচ। আর জিতেছে ১১টি ম্যাচ। এতে শতকরা হিসেবে বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচগুলোতে ৬৪.৭০ শতাংশ ম্যাচ জিতেছে। আর তার ঠিক উপরে অবস্থান করছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত।
তালিকায় সবার আগে ইংল্যান্ড দল। তারা এই বছর ৭৩.৯১ শতাংশ ওয়ানডে ম্যাচে জিতেছে। দ্বিতীয়তে নিউজিল্যান্ড, তারা শতকরা ৭০ ভাগ ম্যাচ জয় পেয়েছে। আর জয়ের এ পরিসংখ্যানে ভারত রয়েছে তৃতীয় অবস্থানে। তারাও এই বছর ৭০ শতাংশ ওয়ানডে ম্যাচে জিতেছে। তার পরেই বাংলাদেশের অবস্থান। তালিকার সবার নিচে অস্ট্রেলিয়া দল। তারা মাত্র ৯.০৯ শতাংশ ম্যাচ জিততে পেরেছে। যেখানে তারা হংকং (১৬.৬৬%), জিম্বাবুয়ে (১৯.২৩%), এমনকি পাপুয়া নিউগিনি (২৫%) থেকেও কম ম্যাচ জিততে পেরেছে!
২০১৮ সালে শতাংশ হারে ওয়ানডে জয়ের তালিকাঃ ১। ইংল্যান্ড- ৭৩.৯১% ২। নিউজিল্যান্ড- ৭০% ৩। ভারত- ৭০% ৪। বাংলাদেশ- ৬৪.৭০% ৫। আয়ারল্যান্ড- ৬১.৫৩% ৬। আফগানিস্তান- ৬০% ৭। দক্ষিণ আফ্রিকা- ৫৩.৩৩% ৮। নেদারল্যান্ডস- ৫০% ৯। পাকিস্তান- ৪৬.৬৬% ১০। উইন্ডিজ- ৪৬.৬৬%