সিলেটে প্রথম টেস্ট : টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী।

আরিফুল-অপুর অভিষেক

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর।

টস

টস জিতে ব্যাটিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল দশটায়।

সিলেটের টেস্ট অভিষেক

দেশের অষ্টম ভেন্যু হিসেবে টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। অন্য ভেন্যুগুলো ঢাকা (দুটি), চট্টগ্রাম (২টি), বগুড়া, ফতুল্লা ও খুলনায়।

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে জিম্বাবুয়ে

ওয়ানডে সিরিজে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীরা হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ তে। টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে তারা?

শেয়ার করুন: