ঐক্যফ্রন্ট

সংলাপে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে সংলাপে একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। যদিও সংলাপে তাদের এ প্রস্তাবে সায় দেয়নি আওয়ামী লীগ। এ বিষয়ে ঐক্যফ্রন্টের নেতা আবদুল মালেক রতন বলেন, ‘আমরা বলেছি যে সময় আছে তাতে নির্বাচন করার যাবে না। সময় দরকার। কিন্তু তারা কোনও উত্তর দেননি।’

সংলাপ পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা নির্বাচনের তফসিল পেছানোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলেছি। তিনি বলেছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার।

শেয়ার করুন: