বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সংলাপের পর আজ দলের নয়া পল্টনের কার্যালয়ে নেতাকর্মীদের কাছে হতাশা প্রকাশ করেন, এই সংলাপ ও বিএনপির ভবিষ্যৎ নিয়ে।
গত কয়েকদিন ধরেই তিনি তেমন কথাবার্তা বলছেন না, চুপাচাপ নিরবতায় রয়েছেন। কারণ বর্তমানে যে রাজনৈতিক পরিক্রমায় বিএনপি এগুচ্ছে সেক্ষেত্রে তিনি সন্তুষ্ঠ নন।
আজকে সকালবেলা দলের নেতাকর্মীদের কাছে তার নিজস্ব দর্শন আবার প্রকাশ করেন। তিনি বলেছেন যে, জাতীয় ঐক্যফ্রন্ট হলো আওয়ামী লীগের একটা ট্রাপ। ড. কামাল হোসেন হলো শেখ হাসিনার এজেন্ট কিংবা দালাল বলা যায়।
এরা বাইরে নাটক করছেন। যত নাটকই করুক শেষ পর্যন্ত এরা বিএনপিকে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য রাজি করাবে। এই সরকারকে বৈধতা দেয়ার জন্যই একটা ষড়যন্ত্র চালাচ্ছেন।’
কর্মীদের আরও বলেন, বঙ্গবন্ধুর নাম নিতে নিতে ড. কামাল হোসেন মুখে ফেনা তোলে। আমাদের নেতাকর্মীরা এগুলো কত সহ্য করবেন! সে তো একবারও জিয়াউর রহমানের নাম উচ্চারন করেন না।
জাতীয় ঐক্যফ্রন্ট করবে বিএনপি, আর সেখানে থাকবে বঙ্গবন্ধুর নাম! বিএনপি কি এখন বঙ্গবন্ধুর রাজনীতি শুরু করলো নাকি!’ তিনি মনে করছেন খুব শীঘ্রই ড. কামাল হোসেনের আসল চেহারা বিএনপির কাছে উম্মোচিত হবে।