‘ন্যূনতম ভদ্রতাটুকু দেখাতেও আপনাদের এত কুণ্ঠা কেন’

কেউ আপনাকে ব্যক্তিগত নম্বর দেয়া মানে হচ্ছে তিনি আপনাকে কাছের মনে করে অগ্রাধিকার দিচ্ছেন! সেই ব্যক্তিগত নম্বর, নম্বরদাতা ব্যক্তির অনুমতি ছাড়া ঢালাওভাবে সকলের কাছে বিতরণ করে নিজের আবোল তাবোলবোধের জায়গাটা তুলে ধরবেন না প্লিজ!

নম্বরটা শেয়ার করার আগে জানিয়ে নেয়ার মত ন্যূনতম ভদ্রতাটুকু দেখাতেও আপনাদের এত কুণ্ঠা কেন সেটাই বুঝলাম না! আর অফিশিয়াল সেবার জন্য অফিশিয়াল নম্বরতো রয়েছেই, সেটা দিন...

কার সাথে ব্যক্তিগত নম্বর শেয়ার হবে সেটির নির্ধারণ করে দেয়ার মহান দায়িত্ব আপনি/আপনাদের পালন না করলেও চলবে (বি.দ্র. প্রতিদিন গড়ে ৮-১০ জন অপরিচিত মানুষ ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে নিজের সুখ, দুঃখ ও সমস্যা শেয়ার করতে চাচ্ছেন...

অমুক বড় ভাই, তমুক আপু, এমুক সংগঠন ও ক্যাম্পাসের ভাইয়া ও আপুগণ দয়া করে নিজের মনে করে কারও ব্যক্তিগত নম্বর শেয়ার করবেন না। আপনাকে নম্বর দিয়ে আন্তরিকতা বাড়াতে চাওয়া নিশ্চয়ই অপরাধ নয়)

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

শেয়ার করুন: