প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপ শেষ হয়েছে। সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়েছে রাত পৌনে ১১ টাপর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী টানা সংলাপ চলে। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে সংলাপ শুরু হয়। আর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়েই শেষ হয়েছে সংলাপের।
সংলাপ শেষে বিএনপির নেতারা একে একে বের হয়ে এলেন। সাংবাদিকরা তাদের কাছে নানা প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায়নি। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ সংলাপে আমার সন্তুষ্ট নয়’। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।